![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2017%252F10%252F12%252F0834f0a240c10b93b8450570bf0d7eae-59df4ad83d01d.jpg%3Frect%3D0%252C0%252C1600%252C900%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
ঢাকায় গাইবেন কবীর সুমন, টিকিট নিয়ে হুড়োহুড়ি
প্রথম আলো
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ১১:৫৯
১৩ বছর পর বাংলাদেশে গাইতে আসছেন ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল এবং ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশন করবেন তিনি।
‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্যাপন’ শিরোনামে শোটির আয়োজন করেছে পিপহোল। আয়োজকেরা বলছেন, টিকিট বিক্রির ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে ১৫ ও ২১ অক্টোবরের সব টিকিট শেষ হয়ে গেছে, ১৮ অক্টোবরের টিকিটও প্রায় শেষের পথে।
পরিস্থিতি বিবেচনায় কিছু স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হতে পারে বলে জানিয়েছেন আয়োজকেরা; তবে তা এখনই নিশ্চিত নয়। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত না হলেও অনলাইনে দেশ ও দেশের বাইরে থেকে অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ আছে। সেটার জন্যও আলাদা টিকিট সংগ্রহ করতে হবে।
- ট্যাগ:
- বিনোদন
- টিকিট
- গানের অনুষ্ঠান
- কবীর সুমন