পানির কলে আকিজের বড় বিনিয়োগ

প্রথম আলো প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ১১:৫৩

নগরায়ণের ফলে দেশের বড় বড় শহরে গড়ে উঠছে নতুন নতুন ভবন। পিছিয়ে নেই প্রত্যন্ত অঞ্চলও। বাড়ি বা ভবন নির্মাণে ইট, বালু, সিমেন্ট পাথর যেমন লাগে; তেমনি বেসিন, রান্নাঘর ও স্নানঘরে দরকার হয় পানির কলের, যা পানির ট্যাপ নামে পরিচিত। চাহিদা থাকলেও দেশে এত দিন পানির কলের বড় কোনো ব্র্যান্ড ছিল না।


দেশীয় কয়েকটি কোম্পানি এ বাজারে থাকলেও উন্নত মানের বেশির ভাগ পানির কল বিদেশ থেকে আমদানি হয়। ফলে এ বাজারের বড় একটি অংশই আমদানিনির্ভর। প্রতিনিয়ত বড় হচ্ছে এ বাজারটি। আর তাই পানির কল তৈরির কারখানা স্থাপনের মাধ্যমে এ বাজারে যুক্ত হতে যাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান আকিজ বাথওয়্যার। এটি আকিজ গ্রুপেরই একটি প্রতিষ্ঠান।


বাথওয়্যার তৈরির কারখানা স্থাপনে এরই মধ্যে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে কোম্পানিটি। আগামীকাল বুধবার নতুন এই কারখানায় উৎপাদিত পণ্য বাজারজাত শুরু হবে। ময়মনসিংহের ত্রিশালে এ কারখানাটি গড়ে তোলা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও