মেয়েরা এমনই, সুন্দর করে কথা বললে জীবন দিয়ে দেয় : শবনম ফারিয়া

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ১১:১২

শবনম ফারিয়া সবসময় সোজাসাপ্টা কথা বলেন না। তার এই রাখঢাকহীন কথাবার্তার কারণে অনেকের নিকট অপ্রিয় হলেও বেশি মানুষের পক্ষে তিনি আরো প্রিয় ওঠেন। কেননা ফারিয়া সেইসকল মানুষের কথাই বলেন, যারা ধাক্কা খেয়েছে, উঠে দাঁড়াতে চাইছে।


সোমবার দেবীখ্যাত অভিনেত্রী ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।


এই পোস্টে মেয়েরা ‘সম্পর্ক’ নিয়ে কেমন সংবেদনশীল সে বিষয়ে কথা বলেছেন। ফারিয়া শুরুতেই বলেছেন, ‘আসলে আমরা মেয়েরা অনেক বোকা! ব্রেইন না খাটিয়ে, হার্ট খাটাই! প্রফেশনাল লাইফে আমরা যতটা শক্ত, ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই নরম! স্পেশালি যদি আর্টিস্ট হয় তাহলে তো কথাই নেই। ধরেন বার বার রেড ফ্লাগ দেখছেন, সবাই মানা করছে ঐদিকে যাস না, ওর রেকর্ড কিন্তু ভাল না। আপনি বললেন, “ধুর তোমরা বুঝো না, ও এমন না। ’


সম্পর্কে জড়ানো আবেগ সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘কেউ প্রমাণসহ ডেকে নিয়ে বললো, আরে এই ছেলে তো মাদকাসক্ত! আপনি বললেন, থাক, ওর ফ্যামিলি লাইফে অনেক সমস্যা ছিল তাই এমন। আমি আমার ভালোবাসা দিয়ে ওকে ঠিক করে ফেলবো।  আপনি জানেন, ছেলের মানসিক সমস্যা আছে, বাইপোলার, আপনার মা/বোন অনুরোধ করলো, বাদ দাও। আপনি বললেন, সবার সমস্যা থাকে, কেউ ১০০ ভাগ ভাল না।  ওর তো একটাই সমস্যা, মেনে নেই। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও