কে বড় ‘দলীয় কর্মী’—ডিসি না ইসি
নির্বাচন কমিশন যুক্তি দিয়ে থাকে যে ৩০০ আসনে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় তাদের নিজস্ব লোকবল দিয়ে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা কঠিন। তারা বাধ্য হয়ে ডিসিদের নিয়োগ দিচ্ছে।
কমিশনের এই যুক্তির পরিপ্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর প্রথম আলোয় লিখেছিলাম, ‘এত বিতর্কের পর ডিসিরাই কেন রিটার্নিং কর্মকর্তা’। জেলা পরিষদ নির্বাচন সামনে রেখেই কলামটি লেখা হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন যে আমাদের কথায় কর্ণপাত করবে না, সেটাও জানতাম। বাংলাদেশে কেউ কারও কথা শোনে না। বলাউল্লাহরা সব সময় বলে যান। আর করাউল্লাহরা তাঁদের মতো কাজ করে যান। অন্তত পদ থেকে সরে দাঁড়ানো কিংবা সরিয়ে দেওয়ার আগপর্যন্ত তাঁরা নিজেদের সিদ্ধান্তকে স্বতঃসিদ্ধ বলে মনে করেন।