![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/05/17/22d9248d7fdf9818ff9d53d49c8342c3-62833b88b41b5.jpg)
পণ্যমূল্যে কার প্রভাব বেশি— সুদহার নাকি ভোগ?
কেনাকাটা ছাড়া কেউ কি আছে? পণ্য হোক বা সেবা, ধনী গরিব সবাই এটা-সেটা কিনি; কিছু ক্ষেত্রে কেউ ক্রেতা, অন্যকিছুতে তিনিই আবার বিক্রেতা। এসব কেনাবেচার বাজারে একটা কমন কথা প্রায় ক্ষেত্রেই ক্রেতারা বলেন—এত দাম! দাম শুধু বাড়ছেই! খাব কী? তবে, দাম বৃদ্ধি নিয়ে একটা কথা আবার জনসংখ্যার খুব কম জন বলে থাকেন। এই কম জনেরা বলেন—গ্যাস, তেল, বিদ্যুৎ মূল্য আর ব্যাংক ঋণের সুদহার এত বেশি, জিনিসপত্রের দাম কমবে ক্যামনে? যদি খেয়াল করেন, দেখবেন এই কম জনেরা হচ্ছেন—উৎপাদক বা আমদানিকারক অথবা সরবরাহকারী।
তাঁদের এই ধরনের তথ্যের বাস্তবিক ভিত্তি ও বস্তুগত সম্পর্ক কতটুকু? পণ্য প্রস্তুত হয়ে ক্রেতার কাছে পৌঁছাতে কোনটির কতটুকু প্রভাব বা অংশ?