ট্রেজারি বিল-বন্ডের পরীক্ষামূলক লেনদেন শুরু
সরকারি ট্রেজারি বিল ও বন্ডের পরীক্ষামূলক লেনদেন শুরু হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকালে পুঁজিবাজারে লেনেদেন শুরুর সময় সরকারি ২৫০টি ট্রেজারি বিল ও বন্ডের পরীক্ষামূলক লেনদেনের সুযোগ উন্মুক্ত হয়। তবে প্রথম ঘণ্টায় কোনো ইউনিট কেনাবেচা হয়নি।
ট্রেজারি বিল ও বন্ডের লেনদেনের তথ্য আলাদাভাবে দেখাতে ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে আলাদা জায়গা রাখা হয়েছে।
দীর্ঘ দিনের আলোচনার পর ট্রেজারি বিল ও বন্ডের পরীক্ষামূলক লেনদেন শুরু হলেও পূর্ণাঙ্গ লেনদেন কবে শুরু হবে সে বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি ব্রোকারেজ হাউসগুলো।