অভিযোগের মুখে পড়তে যাচ্ছে ৩ পুলিশ সদস্যসহ ৬ জন

প্রথম আলো ইন্দোনেশিয়া প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২২, ১৮:৪৮

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ফুটবল স্টেডিয়ামে নৈরাজ্যকর পরিস্থিতিতে ১৩১ জনের মৃত্যুর ঘটনায় ছয়জন ফৌজদারি অপরাধের অভিযোগের মুখে পড়তে যাচ্ছেন। তাঁদের মধ্যে পুলিশ কর্মকর্তা ও আয়োজকেরাও রয়েছেন। দেশটির পুলিশপ্রধান এ তথ্য জানান বলে বিবিসির খবরে বলা হয়।


অভিযোগ প্রমাণিত হলে তাঁদের সর্বোচ্চ পাঁচ বছর করে কারাদণ্ড হতে পারে।


১ অক্টোবর রাতে মালাং শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ক্লাবের মধ্যে খেলা ছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। এরপর আরেমার দর্শকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাঁদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা দেখা দেয়। মাঠ থেকে বের হতে গিয়ে অনেকেই পদদলিত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও