কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গরুর সঙ্গে ধাক্কায় ক্ষতিগ্রস্ত ভারতের সর্বাধুনিক প্রযুক্তির ট্রেন

সমকাল ভারত প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২২, ১৫:৩১

গরুর সঙ্গে ধাক্কা লেগে ভারতের সর্বাধুনিক প্রযুক্তির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার বিকেলে গুজরাটের আনন্দ স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


রেলওয়ে র্কতৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ট্রেনটি গান্ধীনগর থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। এমন সময় ট্রেনের সামনে হঠাৎ একটি গরু চলে আসে। এসময় গরুর সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের কোচের সামনের একটি অংশ খুলে যায়। এরপর মেরামতের পর ট্রেনটি ফের গন্তব্যে রওনা হয়।


পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সুমিত ঠাকুর বলেন, ট্রেনের সামনের অংশে একটু দাগ হয়েছে। এ ছাড়া আর কোনো ক্ষতি হয়নি। কেউ হতাহত হননি। সবাই নিরাপদে রয়েছেন। ঠিক সময়ই ট্রেন চলছে।


এর আগে গত বৃহস্পতিবার মহিষের পালের সাথে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কা লাগে। আমদাবাদ থেকে মুম্বাই যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এসময় বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় চারটি মহিষের মৃত্যু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও