পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: জেলেনস্কি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে বিশ্বকে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জেলেনস্কি বলেন, রাশিয়ারে সমাজ পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত নয়। কারণ এটি খুবই বিপজ্জনক। তবুও রাশিয়া সমাজকে প্রস্তুত করতে শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। । তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের এ প্রচারণা ছড়িয়ে দিতে শুরু করেছে। আমি মনে করি, পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলাও বিপজ্জনক।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইউক্রেনের জনগণের জীবন মূল্যহীন। এজন্য তিনি পরমাণু অস্ত্র ব্যবহারের পদক্ষেপ নিতেও পারেন।
জেলেনস্কি আরো বলেন, রাশিয়ার হুমকি পুরো বিশ্বের জন্যই ঝুঁকি। এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। রাশিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকির মুখে বিশ্বের প্রতিটি দেশেরই প্রস্তুত থাকা উচিত।