কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওয়ার্নার–ডেভিড–স্টার্কে চড়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

প্রথম আলো প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ১৮:৪৬

বিশ্বকাপ প্রস্তুতিটা ভালোই হচ্ছে অস্ট্রেলিয়ার। ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ ডেভিড ওয়ার্নার ও টিম ডেভিডের দারুণ ইনিংসের পর মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩১ রানে জিতেছে অস্ট্রেলিয়া। ২ ম্যাচের সিরিজে দুটি ম্যাচই জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অ্যারন ফিঞ্চের দল।


অন্যদিকে প্রথম ম্যাচে নিকোলাস পুরানের দল জয়ের সম্ভাবনা জাগালেও সিরিজের শেষ ম্যাচে লড়াই করতে পারেনি। অস্ট্রেলিয়ায় সামনের বিশ্বকাপটা যে মোটেই সহজ হবে না, যেন সেই বার্তাই পেলেন ক্যারিবিয়ানরা।


আইপিএল, পিএসএল, টি-টোয়েন্টি ব্লাস্ট, দ্য হানড্রেড, সিপিএল, বিগ ব্যাশ-ডেভিড খেলেছেন সব লিগেই। এসব লিগে পারফর্ম করেই সিঙ্গাপুরে জন্ম নেওয়া এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে দাপুটে পারফর্ম করার পরও একটা প্রশ্ন থেকেই গিয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে ভালো খেলতে পারবেন তো ডেভিড! তবে দলে সুযোগ পেয়ে ডেভিড যা খেলছেন, তাতে বোধ হয় এই প্রশ্ন এখন তুলে রাখার সময় হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও