![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-10%252F6dfc7509-80a7-487f-8fa2-3cd40a4d3328%252Farun_bali_1665116107.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
চিরতরে ‘গুডবাই’ জানালেন ‘গুডবাই’ অভিনেতা
প্রথম আলো
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ১৫:১০
বলিউডের বয়োজ্যেষ্ঠ অভিনেতা অরুণ বালি অভিনীত ‘গুডবাই’ ছবিটি আজ মুক্তি পেল। আজই ভোরে তিনি চিরতরে ‘গুডবাই’ জানালেন। আজ শুক্রবার ভোর সাড়ে চারটা নাগাদ শেষনিশ্বাস ত্যাগ করেছেন অরুণ বালি। তাঁর মৃত্যুতে শোকাহত বলিউড তথা চলচ্চিত্র দুনিয়া।
করোনাকাল থেকে বলিউডে কালো ছায়া নেমে এসেছে। হরহামেশাই একের পর এক শিল্পীর মৃত্যুর খবর উঠে আসছে। এবার ইহলোক ত্যাগ করলেন ৭৯ বয়সী টেলিভিশন তথা চলচ্চিত্র অভিনেতা অরুণ বালি। আজ ভোরে মুম্বাইয়ের শহরতলিতে নিজের বাসায় মারা গেছেন এই খ্যাতনামা অভিনয়শিল্পী।