You have reached your daily news limit

Please log in to continue


মিয়ানমারের তিন ব্যবসায়ী ও কোম্পানিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সামরিক সরকারের কাছে রাশিয়ার তৈরি অস্ত্র সরবরাহের অভিযোগে মিয়ানমারের একটি ব্যবসায়ী গ্রুপ এবং তাদের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর সংবাদমাধ্যম আল জাজিরার।

বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, সামরিক সরকারের জন্য বেলারুশ থেকে অস্ত্র ও বিমান কেনার জন্য ডাইনেস্টিক ইন্টারন্যাশনালের মালিক অং মো মিন্ট, হ্লাইং মো মিন্ট এবং প্রতিষ্ঠানের পরিচালক মায়ো থিসারকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন, ‘আজ আমরা বার্মার সামরিক শাসকদের জন্য অস্ত্র সংগ্রহে নিযুক্ত সহায়তাকারী নেটওয়ার্ক ও যুদ্ধের মাধ্যমে লাভবান হওয়াদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছি। বার্মার জনগণের ওপর নির্মম সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাওয়া সামরিক বাহিনীর সক্ষমতা কমাতে আমাদের পদক্ষেপ অব্যাহত থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন