কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আসন ভাগ, সমঝোতা দুটিতেই 'না'

সমকাল প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ১০:৩০

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে আবারও একসুরে কথা বলেছেন বিএনপির মাঠের নেতারা। শেষ মুহূর্তে দলকে রক্ষার নামে প্রধানমন্ত্রীর পদে শেখ হাসিনাকে রেখে 'আসন ভাগাভাগি' বা 'সমঝোতা'র নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে তাঁরা কেন্দ্রীয় নেতাদের হুঁশিয়ার করে দিয়েছেন। নির্বাচন নিয়ে দলের ভেতর কোনো ষড়যন্ত্র হলে তা কঠোর হাতে প্রতিহত করারও অঙ্গীকার করেছেন বিএনপির জেলা, বিভাগীয় ও মহানগরের শীর্ষ নেতারা। আগামীতে সরকার পতনের একদফা চূড়ান্ত আন্দোলনের সময় কোনো ফাঁদে পা না দেওয়ার বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে হঠকারী কর্মসূচি না দিয়ে জনসম্পৃক্ততা বাড়াতে জনস্বার্থে জাতীয় ও স্থানীয় ইস্যুতে ধারাবাহিক কর্মসূচি দেওয়ার প্রস্তাবও করেন দলটির নেতারা। তবে মাঠ নেতাদের আসন ভাগাভাগি ও সমঝোতার আশঙ্কাকে নাকচ করে দিয়েছে বিএনপির হাইকমান্ড।


ঢাকায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চার দিন ধরে চলা দলের হাইকমান্ডের ধারাবাহিক মতবিনিময় সভায় এসব প্রস্তাব করেন জেলা, বিভাগীয় ও মহানগরের শীর্ষ নেতারা। সভাগুলোতে মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা, প্রশ্নোত্তর এবং হাত তুলে সমর্থনের মাধ্যমে অন্তত ১০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় বিএনপি হাইকমান্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও