বুক জ্বালাপোড়া? এই ১০টি নিয়ম মানুন

প্রথম আলো প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ০৯:৪৪

বুক জ্বালাপোড়া বা গলা-বুক জ্বলা খুবই পরিচিত একটি সমস্যা। প্রায় মানুষই কমবেশি এ উপসর্গে ভুগে থাকেন। তাই এমন সমস্যা হলে কী করা উচিত, দীর্ঘদিন উপসর্গ থাকলে উদ্বেগের কিছু আছে কি না, জানা উচিত।
যে কারণে হয়
গলা-বুক জ্বালা করা বা হার্টবার্নের সাধারণ কারণগুলো হলো—


১. খাদ্যনালি ও পাকস্থলীর সংযোগস্থল, যা ‘লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার’ নামে পরিচিত, যদি ঢিলে হয়ে যায় বা তার স্বাভাবিক সংকোচনের ক্ষমতা হ্রাস পায়।


২. পাকস্থলীর হায়াটাস হার্নিয়া হলে।


৩. পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডিটি ও পাকস্থলীর সংকোচন-প্রসারণে স্থিরতা।


৪. পেটের ভেতরকার চাপের বৃদ্ধি যেমন গর্ভাবস্থায় বা শারীরিক স্থূলতার ক্ষেত্রে হয়ে থাকে।


৫. ক্ষেত্রবিশেষে খাদ্যনালির চলাচল স্বাভাবিকের থেকে ধীর হলেও এমনটি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও