You have reached your daily news limit

Please log in to continue


আজ মৃদু হাসির দিন

‘বহি সব সুখদুখ/ এ ভুবন হাসিমুখ,/ তোমারি খেলার আনন্দে তার/ ভরিয়া উঠেছে বুক’—রবীন্দ্রনাথ ঠাকুরের এ চরণ দুটি বলে দেয় হাসি, হাসিমাখা মুখের জাদুশক্তি। একটু ভেবে দেখবেন, আপনার চারপাশে যত মানুষ আছেন, তাঁদের মধ্যে হাসিমাখা মুখের মানুষটিকে আপনি আলাদা রকম পছন্দ করেন। কোনো কারণে হয়তো আপনার মন খারাপ, তেমন মুহূর্তে ওই মানুষটির দেখা পেলে দেখবেন আপনার মনের আকাশের মেঘ অনেকটাই কেটে গেছে! কেননা, হাসি ছোঁয়াচে! একজনের কাছে থেকে অন্যজনে ছড়ায়।

আর হাসিই সম্ভবত পৃথিবীতে একমাত্র ছোঁয়াচে কিছু, যার সংক্রমণে অপর ব্যক্তির ‘উপকার’ হয়। হাসি শুধু মনভারের উপশমই ঘটায় না, শরীরের জন্যও উপকারী। চিকিৎসাবিজ্ঞানে এ কথা আজ প্রমাণিত, হাসি আপনার হার্ট ভালো রাখে। মুড বা মনের অবস্থা ঠিকঠাক রাখে। সুতরাং হাসির বিকল্প নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন