কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যেভাবে হুট করে বিলুপ্ত হলো ‘ইশারা’ করতে পারা ব্যাঙ

www.tbsnews.net প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ১৯:২৬

চিরিকি হারলেকুইন ব্যাঙের প্রজাতিকে ২০১৯ সালে বিলুপ্ত ঘোষণা করেন বিজ্ঞানীরা।


বিশেষ প্রজাতির এই ব্যাঙের প্রজনন ব্যবস্থা ছিল বেশ বিচিত্র। নারী সঙ্গীকে খুঁজে পেলে পুরুষ ব্যাঙটি পিঠে উঠে সঙ্গীকে আঁকড়ে ধরে রইতো। পুরুষের চেয়ে নারী হারলেকুইনের আকার অধিকাংশ ক্ষেত্রেই দ্বিগুণ হয়ে থাকে। নারী সঙ্গী কখন ডিম পারতে ইচ্ছুক হবে সেই অপেক্ষায় মিলিত অবস্থায় এভাবেই দিনের পর দিন এমনকি মাসের পর মাসও কাটিয়ে দিত পুরুষ চিরিকি হারলেকুইন।


অদ্ভুত বিষয়টি হচ্ছে এই দীর্ঘ সময় পুরুষ সঙ্গীটি ইচ্ছাকৃতভাবেই খাওয়া ছেড়ে দিত। এমনকি তাদের শরীরের ওজনের ৩০ শতাংশ পর্যন্ত তাতে কমে যেত।



তবে গত ৩০ বছর ধরে বিচিত্র এই ঘটনাটির দেখা পাননি বিজ্ঞানীরা। আর তারপরই আসে বিলুপ্তির ঘোষণা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে