![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F10%2F06%2FExtra-Moist-Marble-Cake-1200x800-4caa5a0202542a16efa90e5c3d8454db.jpg%3Fjadewits_media_id%3D816375)
ডিম ছাড়া মার্বেল কেক বানাবেন যেভাবে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ১৮:৩০
আধা কাপ টক দই, আধা কাপ চিনি, ১/৪ কাপ তেল ও ১ চা চামচ ভ্যানিলা এসেন্স একসঙ্গে বিট করে নিন। ১ কাপ ময়দা, ১ চিমটি বেকিং সোডা, আধা চা চামচ বেকিং পাউডার, ১ চিমটি লবণ চালুনি দিয়ে চেলে মিশিয়ে নিন। ২ টেবিল চামচ পানি মিশিয়ে দিন ব্যাটারে।
এবার আরেকটি বাটিতে আধা কাপ টক দই, ১/৪ কাপ তেল, আধা কাপ চিনি ও ১ চা চামচ ভ্যানিলা এসেন্স বিট করুন। চালুনিতে ৩/৪ কাপ ময়দা, ১/৪ কাপ কোকো পাউডার, ১ চিমটি বেকিং সোডা, আধা চা চামচ বেকিং পাউডার ও ১ চিমটি লবণ দিয়ে চেলে মিশিয়ে নিন। ২ টেবিল চামচ পানি মেশান।
- ট্যাগ:
- লাইফ
- খাবার
- চকোলেট কেক
- ক্রিসমাস কেক
- কেক রেসিপি