কে সভাপতি হচ্ছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের

প্রথম আলো আলতাফ পারভেজ প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ১৮:২৮

এটা এখন স্পষ্ট, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হতে যাচ্ছেন গান্ধী পরিবারের বাইরের কেউ। ভারতীয় লোকসভায় দলটির যা শক্তি, তাতে এ খবর যতটা মনোযোগ পাওয়ার কথা, পাচ্ছে তার চেয়ে অনেক বেশি। একদিকে রাহুল গান্ধীর চলমান পদযাত্রা, অন্যদিকে দলের সভাপতি বাছাইয়ে গণতন্ত্রচর্চার দৃঢ় চেষ্টা কংগ্রেসকে হঠাৎ বাড়তি ভারতীয় মনোযোগে নিয়ে এসেছে।


সাংগঠনিক সংস্কারের দ্বার খুলে দিল কংগ্রেস?
মনোনয়নপত্র জমাদানের সময় শেষ হওয়ায় এখন পরিষ্কার, সভাপতি পদে লড়াই হতে চলেছে মূলত দুজনের মধ্যে। বিভিন্ন সময় রাজস্থানের অশোক গেহলট, মধ্যপ্রদেশের দিগ্বিজয়ী সিং প্রমুখের নাম এলেও শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতার ময়দানে আছেন শশী থারুর এবং মল্লিকার্জুন খাড়গে।


১৭ অক্টোবর ভোট শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পরই বোঝা যাবে, এই দুজনের মধ্যে কে এখন থেকে তেরো দশক পুরোনো দলটির সাংগঠনিক নেতৃত্ব দেবেন। খাড়গে কর্ণাটকের লোক। বর্তমানে রাজ্যসভার সদস্য। একসময় লোকসভায়ও ছিলেন। কর্ণাটকের বিধানসভায় ৯ দফা জিতেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও