ইউক্রেনই দাগিনাকে হত্যা করেছে, বলছেন মার্কিন গোয়েন্দারা
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘তাত্ত্বিক গুরু’ আলেকসান্দর দুগিনের মেয়ে দারিয়া দুগিনাকে ইউক্রেন সরকারের একটি অংশ হত্যা করেছে বলে বিশ্বাস করে মার্কিন গোয়েন্দারা। সম্প্রতি মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ইউক্রেন সরকারের একাংশের নির্দেশেই এই হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল।
গতকাল বুধবার এ প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ওই গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ওই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল না। তাঁরা বলেন, যদি যুক্তরাষ্ট্র এ বিষয়ে আগে জানত, তাহলে তারা অবশ্যই এর বিরোধীতা করত। কিয়েভকেও অপারেশন পরিচালনা না করার পরামর্শ দিত।