টুইটারে একসঙ্গে দেওয়া যাবে ছবি, ভিডিও ও জিআইএফ
প্রথম আলো
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ১৮:২১
ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবি মেনে একই টুইটে (টুইটারে দেওয়া বার্তা) ছবি, ভিডিও ও জিআইএফ পাঠানোর সুযোগ চালু করেছে খুদে ব্লগ লেখার সাইট টুইটার। ‘মিক্সড মিডিয়া’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই বার্তার সঙ্গে পছন্দের ছবি, ভিডিও ও জিআইএফ যুক্ত করে পাঠাতে পারবেন। টুইটের ওপরে নিচে আলাদাভাবে দেখা যাওয়ায় অন্যরাও স্বচ্ছন্দে ছবি, ভিডিও ও জিআইএফগুলো দেখতে পারবেন।
‘মিক্সড মিডিয়া’ সুবিধার ব্যবহার পদ্ধতিও বেশ সহজ। টুইট লেখার পর মিডিয়া বা জিআইএফ আইকনের মাধ্যমে পছন্দের ছবি, ভিডিও এবং জিআইএফ নির্বাচন করে আগের মতো টুইট পোস্ট করা যাবে। আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে এ সুবিধা পাওয়া যাবে।