ইরানি নারীদের সমর্থনে পার্লামেন্টে চুল কাটলেন তিনি
ইরানের বিক্ষোভরত নারীদের প্রতি সমর্থন জানিয়ে নিজের চুল নিজেই কেটেছেন ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য (এমপি)। খবর এএফপির।
ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্যের নাম আবির আল-সাহলানি। ইরাকি বংশোদ্ভূত এই নারী ইউরোপীয় পার্লামেন্টের সুইডিশ সদস্য।
গতকাল বুধবার ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেন আবির। দাঁড়িয়ে ভাষণের শেষ দিকে তিনি তাঁর খোঁপা খুলে কাঁচি দিয়ে চুল কাটেন।
চুল কাটার আগে আবির তাঁর ভাষণে বলেন, ‘ইরান মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের ক্ষোভ নিপীড়কদের চেয়ে বড় হবে। যতক্ষণ না পর্যন্ত ইরানের নারীরা মুক্ত হবেন, আমরা আপনাদের সঙ্গে আছি।’
আবির আরও বলেন, ‘আমরা, ইইউর জনগণ-নাগরিকেরা ইরানে নারী-পুরুষের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা কোনো ধরনের শর্ত ছাড়া অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছি।’
তেহরানের বিরুদ্ধে ইইউর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান আবির।