উৎসবের সর্বজনীন অর্থনীতি

ঢাকা পোষ্ট নীলাঞ্জন কুমার সাহা প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ১২:৫০

সামাজিক বা ধর্মীয় যেকোনো গুরুত্বপূর্ণ উৎসবে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটে। কেনাকাটা ও আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে গতি সঞ্চারিত হয়। ব্যবসা-বাণিজ্য প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। উৎসবের কেনাকাটায় অর্থনীতি হয় মুখরিত।


ধর্মীয় ভাবাবেগ ছাড়াও উৎসব হাসিখুশি, আনন্দ, ভাতৃত্ব ও সম্প্রীতির সাথে অর্থনীতির জন্য ব্যাপক কল্যাণও বয়ে নিয়ে আসে। আর এই উৎসব যাদেরই হোক না কেন, বাংলাদেশের অর্থনীতির গতিশীলতায় তার প্রভাব কিন্তু সর্বজনীন।


পশ্চিমা অর্থনীতি যেমন বড়দিনের অপেক্ষায় থাকে। অথবা আরব অর্থনীতি যেমন হজের আগমনে তেজি হয়ে উঠে। ঠিক তেমনি, আমাদের দেশের অর্থনীতিও ঈদ, পহেলা বৈশাখ, দুর্গাপূজা ইত্যাদির জন্য প্রহর গুণতে থাকে।


এই দেশের হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজা। ঈদ ও পহেলা বৈশাখের মতো এত ব্যাপক না হলেও অর্থনীতিতে এর ভূমিকা খুব একটা কম নয়! 


২৫ সেপ্টেম্বর ২০২২, মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর ২০২২ পর্যন্ত প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও