তিন বছরের সর্বোচ্চে মালয়েশিয়ার পাম অয়েল মজুদ
মালয়েশিয়ায় গত মাসে পাম অয়েলের মজুদ বেড়ে তিন বছরের সর্বোচ্চে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। বছরের এ সময় দেশটিতে সবচেয়ে বেশি পাম অয়েল উৎপাদন হয়। এ কারণেই মজুদে উল্লম্ফন দেখা দিয়েছে। ১১ অক্টোবর মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড মজুদসংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে।
রয়টার্সের সমীক্ষার তথ্য বলছে, গত মাসে পাম অয়েলের মজুদ আগের মাসের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ৭০ হাজার টনে। ২০১৯ সালের অক্টোবরের পর যা সর্বোচ্চ।
পাম অয়েল উৎপাদনে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ মালয়েশিয়া। দেশটিতে গত মাসসহ টানা চতুর্থ মাসের মতো উৎপাদন বেড়েছে। সেপ্টেম্বরে উৎপাদন ২ শতাংশ বেড়ে ১৭ লাখ ৬০ হাজার টনে উন্নীত হয়েছে।
এদিকে রফতানি বেড়েছে ৮ শতাংশ। গত মাসে দেশটি সব মিলিয়ে ১৪ লাখ ১০ হাজার টন পাম অয়েল রফতানি করেছে। এ সময় দেশটির শীর্ষ ক্রেতা ছিল ভারত। দেশটি দিপাবলি উৎসবকে কেন্দ্র করে মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ পাম অয়েল আমদানি করছে।
গত মাসে ভারতে পাম অয়েল আমদানি বেড়ে এক বছরের সর্বোচ্চে উন্নীত হয়েছে। সয়াবিন ও সূর্যমুখীসহ প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলগুলোর বিপরীতে পাম অয়েলে ব্যাপক মূল্যছাড় আমদানি বাড়াতে সহায়তা করছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- পাম অয়েল
- মজুত