কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিদ্যুৎ বিপর্যয়ের তদন্ত কমিটি মাঠ পর্যায়ে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ২৩:২৭

জাতীয় সঞ্চালন লাইন বিপর্যয়ে ছয় থেকে আট ঘণ্টার জন্য দেশের বিশাল এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় পিজিসিবি গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।


বুধবার দুর্গাপূজার ছুটির দিনেও তদন্ত কমিটির সদস্যরা কাজে নেমে সমস্যার মূল খুঁজতে বিভিন্ন এলাকার বিদ্যৎ কেন্দ্র পরিদর্শন করেছেন।


বিশেষ কোনো কারিগরি ত্রুটি থেকে এই বিপর্যয় হয়েছে কি না, তা নিশ্চিত হতে ছয় সদস্যের তদন্ত কমিটির সঙ্গে বুয়েটের একজন প্রতিনিধিকেও যুক্ত করা হয়েছে।


মঙ্গলবার দুপুর ২টায় গ্রিড বিপর্যয়ের কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহসহ দেশের বড় একটি অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। মেরামতের পর সন্ধ্যা ৬টা নাগাদ বিদ্যুৎ আসা শুরু করলেও পরিস্থিতি স্বাভাবিক হতে রাত ১০টা বেজে যায়।


দুর্গাপূজার মধ্যে এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে জনজীবনে নাভিঃশ্বাস ওঠে। বাসাবাড়িতে পানির সঙ্কট দেখা দেয়, হাসপাতালে রোগীদের সঙ্কট চরমে ওঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও