আগামী পাঁচ বছরের মধ্যে অত্যাধুনিক চিপ আনবে স্যামসাং
আগামী পাঁচ বছরের মধ্যে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান গড়তে চায় স্যামসাং। আর সেই লক্ষ্যে ২০২৫ সালের মধ্যে ২ ন্যানোমিটার প্রক্রিয়ায় এবং ২০২৭ সালের মধ্যে ১.৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় চিপ উৎপাদনের পরিকল্পনা করছে এই ইলেকট্রনিক জায়ান্ট।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং আগামী পাঁচ বছরের মধ্যে সর্বাধুনিক চিপ উৎপাদনের পরিকল্পনা ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) কোম্পানিটি জানায়, ২০২৭ সালের মধ্যে উন্নত প্রযুক্তির চিপগুলোর উৎপাদনক্ষমতা তিন গুণেরও বেশি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
সেমিকন্ডাক্টর চিপে উৎপাদন খাতে ন্যানোমিটারের হিসাব দিয়ে চিপের ট্রানজিস্টরের আকারকে বোঝানো হয়। সেমিকন্ডাক্টর চিপ আকারে যত ছোট হবে এর কার্যকারিতা তত উন্নতমানের। ন্যানোমিটার আকৃতির ট্রানজিস্টরের কারণে সাধারণত চিপের কার্যক্ষমতা আরও বাড়ে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- চিপ সঙ্কট
- সেমিকন্ডাক্টর
- স্যামসাং