কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিখুঁত ব্যাপারটা বোরিং, সত্যিই বোরিং: আলিয়া ভাট

বণিক বার্তা প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ১৯:২৪

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে আলিয়া ভাট অভিনয় করেছিলেন সানায়া চরিত্রে। অভিমন্যুর সঙ্গে সম্পর্কে থাকা অবস্থাতেই সানায়া একদিন রোহানকে পছন্দ করে বসে। ‘হাইওয়ে-এর ভিরা চরিত্রে অপহৃত আলিয়া সুযোগ পেয়েও বন্দিদশা থেকে মুক্ত হয়ে তার ধনী-ক্ষমতাবান পরিবারের কাছে ফিরে যেতে অস্বীকৃতি জানায়। ‘বদ্রীনাথ কী দুলহানিয়া’তে আধুনিক-ক্যারিয়ার নির্ভর চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। ‘টু স্টেটস’ ছবির অন্যন্যা একরোখা, ক্ষমাহীন, কঠিন বাস্তব এক চরিত্র যেন।


হালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘ডার্লিংস’ এর বদরুন্নেসা পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানো শক্তিশালী এক নারী। তাই বলা যায় আলিয়া অভিনীত চলচ্চিত্রের বেশিরভাগ চরিত্রই বিভিন্ন ত্রুটিতে ভরা। তারা ঠিক তথাকথিত কাঙ্ক্ষিত ‘নিখুঁত’ নয়। এ চরিত্ররা বাঁধাধরা ভারতীয় নারীদের মতো নয়, যাদের সচরাচর চোখ বন্ধ করে সম্মান করা হয়। বরং এ চরিত্রগুলো খানিকটা গণ্ডি পেরোনো, সাহসী, দৃঢ়চেতা, ক্ষমতাধর ও প্রভাবশালী।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও