বিয়ে-সন্তান নিয়ে অনাগ্রহ, চিন্তায় চীন সরকার

যুগান্তর চীন প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ১৯:১০

বিয়ে ও সন্তান জন্মদানে অনাগ্রহ বাড়ছে চীনের তরুণ-তরুণীদের মধ্যে। 


হংকংভিত্তিক গণমাধ্যম সাউথ চায়ন মর্নিং বেশ কয়েকজন নারীর সঙ্গে এ নিয়ে কথা বলে। তাদের মধ্যে একজন হলেন বেইজিংয়ের তরুণী ঝাং হানজিং। তিনি সরাসরি বলেছেন, বিয়ে ও সন্তান নেওয়া নিয়ে তার কোনো আগ্রহ নেই। নিজের বান্ধবীদের দেখেই তিনি তার আগ্রহ হারিয়ে ফেলেছেন। ঝাং হানজিংয়ের মতো আরও কয়েক হাজার তরুণীর এমন অনাগ্রহের কারণে চিন্তায় পরেছে চীন সরকার। 


এক সময় এক সন্তান নীতি ব্যবহার করত চীন সরকার। এ কারণে তরুণ প্রজন্মের বদলে এখন চীনে বয়স্ক মানুষের সংখ্যা বেড়েছে। এ নিয়েই চিন্তিত তারা। 


কারণ একটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো তরুণ-তরুণীরা।  


২০১৫ সালের পর এক সন্তান নীতি পরিহার করে চীন। এখন তিন সন্তান নেওয়ার জন্যও উদ্বুদ্ধ করে থাকে সরকার। কিন্তু এতেও পরিস্থিতির একটুও পরিবর্তন হয়নি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও