কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মালয়েশিয়াগামী ট্রলারডুবি : ২৪ জনের নামে মামলা, গ্রেপ্তার ৬

কালের কণ্ঠ প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ১৮:২৮

কক্সবাজারের টেকনাফ সাগর উপকূলে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় স্থানীয় রোহিঙ্গা মানবপাচারকারী চক্রের ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার টেকনাফ মডেল থানায় মামলাটি করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই হুসনে মোবারক। মামলাটিতে ২৪ জনকে এজাহারভুক্ত আসামি ও ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।


পুলিশ জানায়, ট্রলার ডুবির ঘটনায় করা মামলায় উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার হাসান আলীর ছেলে শহীদ উল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। এ পর্যন্ত এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


আটককৃতরা হলেন- টেকনাফের সাবরাং কাটাবনিয়া এলাকার শহীদ উল্লাহ, উখিয়ার বালুখালী ক্যাম্পের মো. রশিদ, একই ক্যাম্পের বাসিন্দা মো. শরীফ, কক্সবাজারের মহেশখালী কুতুবজুম গ্রামের বাসিন্দা মো. সেলিম (২৪), একই এলাকার কোরবান আলী ও ঈদগাঁর হাজিপাড়ার মো. আবদুল্লাহ (২০)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও