‘বিদ্যুতের দাম বাড়ালে তা হবে ভোক্তা বিরোধী, বেআইনি, প্রতারণা’
যেকোনো দিন বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে, এখন বিদ্যুতের দাম বাড়ালে তা ভোক্তা অধিকার বিরোধী ও বেআইনি হবে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম।
বিদ্যুতের দামবৃদ্ধির ঘোষণার বিষয়ে গত ২ অক্টোবর বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল বলেছেন, 'এটি ২-১ দিনের মধ্যেও হতে পারে। ২-১ দিনটা ৪-৫ দিনও হতে পারে।'
বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর আবেদনের গণশুনানি হয়েছিল গত ১৮ মে। সে সময় বিদ্যুতের দাম প্রায় ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করে বিইআরসির টেকনিক্যাল কমিটি। তবে, এই প্রস্তাব ও সুপারিশ তীব্র বিরোধিতার মুখে পড়ে। ব্যবসায়ী সংগঠনগুলো এবং জ্বালানি বিশেষজ্ঞরা এর নেতিবাচক দিক তুলে ধরেন।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম মনে করেন, ওই গণশুনানির ভিত্তিতে এখন বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখা বিইআরসির জন্য বাধ্যতামূলক।