শূন্যেরও যে মাঝারে সৌম্য ও রোহিত সমান
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক কে? কে আবার, রোহিত শর্মা! ১৩৪ ইনিংসে ৩৭৩৭ রান নিয়ে ক্রিকেটের ছোট সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন এই ওপেনার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন কে ? এমন প্রশ্নের উত্তরও রোহিত শর্মা। ১৭৮ ছক্কা নিয়ে রোহিত এ তালিকায় সবার শীর্ষে। বোঝাই যাচ্ছে, টি-টোয়েন্টি ক্রিকেটটা রোহিতের জন্যই। তবে মুদ্রার অপর পিঠও আছে। রোহিত ভুলে যেতে চান, এমন রেকর্ডও আছে।
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে কাল শেষ টি-টোয়েন্টিতে ২২৮ রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ০ রানে আউট হন রোহিত শর্মা। তাতে কিছু রেকর্ডের মালিক হয়েছেন এই ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি (৪৩) এক অঙ্কের ঘরে আউট হয়েছেন রোহিত। গত ম্যাচে ০ রানে আউট হয়ে ছাড়িয়ে গেছেন আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন ও’ব্রায়েনকে (৪২)। ৪০ বার এক অঙ্কের ঘরে আউট হয়ে তিনে মুশফিকুর রহিম। চারে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী(৩৯)। পাঁচে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি(৩৭)।