সংঘাত কি অনিবার্য?
গত ৩০ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলার মাটিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না।
আওয়ামী লীগ পরপর তিনবার জনগণের ভোট চুরি করে, দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে। জনগণের দাবি ও আন্দোলনের মুখে সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে। নতুন নির্বাচন কমিশন গঠিত হবে এবং সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তাকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১ অক্টোবর দলের এক কর্মসূচি পালনকালে বলেছেন, ‘নির্বাচন যদি প্রতিহত করতে আসেন, সারা দেশের জনগণ প্রতিরোধের আগুন জ্বালিয়ে দেবে। ছাড়া হবে না। নির্বাচন হবে, সংবিধানে যেমন আছে, তেমনই হবে।’
- ট্যাগ:
- মতামত
- সংবিধান
- সংঘাত
- সংঘাত সৃষ্টি