খাসোগি হত্যা মামলায় যুবরাজের 'দায়মুক্তি আছে'
সমকাল
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ১০:২১
সাংবাদিক জামাল খাসোগি হত্যা মামলায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দায়মুক্তি আছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। গত সপ্তাহে সালমান দেশটির প্রধানমন্ত্রী নিযুক্ত হন। এ নিয়োগই তাঁকে বিচার থেকে দায়মুক্তি দিয়েছে বলে দাবি করেন আইনজীবীরা। এ ছাড়া অনেক মামলায় বিদেশি রাষ্ট্রপ্রধানদের দায়মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। সে উদাহরণ টেনে সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যা মামলায় সোমবার যুক্তরাষ্ট্রের আদালতে এমনটা বলেছেন সালমানের আইনজীবীরা। খবর রয়টার্সের।
খাসোগি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রে একটি মামলা হয়। এ মামলা খারিজের জন্য ওয়াশিংটনের একটি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে আবেদন করেন যুবরাজের আইনজীবীরা। তাঁরা আদালতে বলেন, রাজকীয় আদেশে পাওয়া পদমর্যাদাবলে যুবরাজ বিচার থেকে দায়মুক্তির অধিকারী। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।