আয় বুঝে ব্যয় করুন বৈদেশিক মুদ্রা

সমকাল আবু আহমেদ প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ০৯:২৫

আমাদের দেশের রপ্তানি নির্ভর করছে ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্রের বাজারের ওপর। ওইসব দেশে এখন এক ধরনের মন্দা চলছে। তাই সেখানে চাহিদা কমছে। এখন এর প্রতিকার হিসেবে আমাদের রপ্তানির বাজার পরিবর্তন করতে হবে। ভারতীয় বাজার, চীনা বাজার, কোরিয়ান বাজারসহ আরও যেখানে বাজার ধরা যায়, সেদিকে সুযোগ সৃষ্টি করতে হবে। চীনা ও ভারতীয় বাজারে আমাদের অনেক সুযোগ রয়েছে। তবে অবাক হওয়ার মতো একটি বিষয় হলো, আমাদের রপ্তানিকারকরা সেদিকে যেতে চান না। কেন এমনটা চলে আসছে, তা পরিস্কার নয়।


চীনা বাজারের কথা এ জন্য বলছি, সেখানকার বাজার এখন অনেক বড়। পাশাপাশি চীনা মুদ্রা ইউয়ান এখন বিশ্ববাজারে বেশ পরীক্ষিত ও ভালো অবস্থানে রয়েছে। তাই চীনা মুদ্রায় ব্যবসা করলে তো ক্ষতি নেই। বাংলাদেশ ব্যাংক এটাকে গ্রহণ করেছে। চীনারা যদি আমাদের এখান থেকে পণ্য ক্রয় করে, তাহলে চীনা মুদ্রা দেশে আসবে। এতে সামগ্রিকভাবে দেশের অর্থনীতিই শক্ত অবস্থানে যাবে। তাই চীনা বাজারে রপ্তানি বৃদ্ধির একটি সুযোগ রয়েছে। এটাকে এখন দ্রুত কাজে লাগাতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও