মজদুরদের নেতা নাকি রক্ষণশীল অভিভাবক

দেশ রূপান্তর ব্রাজিল প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ০৯:৫৮

ব্রাজিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রার্থিতার দৌড়ে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থি নেতা ও বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারো। সাবেক সামরিক কর্মকর্তা বলসোনারো নাকি জুতা পালিশ করে শৈশব কাটানো জনপ্রিয় শ্রমিক নেতা লুলা হবেন পরবর্তী প্রেসিডেন্ট? লিখেছেন নাসরিন শওকত 


দক্ষিণ আমেরিকার পাওয়ার হাউজ ব্রাজিল। যেখানে চার দশক হলো গণতন্ত্রের উত্তরণ ঘটেছে। ২ অক্টোবর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বামপন্থি সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বিজয়ী হলেও ৫০ শতাংশ ভোট পাননি। কট্টর ডানপন্থি প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারোর চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। জনমত জরিপকে ভুল প্রমাণ করে ভালো জোরালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারো। সবশেষ দেশটির সুপিরিয়র ইলেকটোরাল ট্রাইব্যুনালের দেওয়া তথ্য অনুযায়ী, ৯৯ শতাংশের বেশি কেন্দ্রের ভোট গণনার পর লুলা পেয়েছেন ৪৮ দশমিক ৪৩ শতাংশ ভোট। বলসোনারো পেয়েছেন ৪৩ দশমিক ২ শতাংশ। নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট হওয়ার জন্য কোনো প্রার্থীই সর্বনিম্ন ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে পারেননি। তাই ব্যাপক বিভক্তির এ নির্বাচনী লড়াই দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। ৩০ অক্টোবর দ্বিতীয় দফা ভোটে গ্রহণ হবে। যেখানে শুধু এই দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও