কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাল বিজয়া দশমীতে সেজে ওঠুন লাল–সাদার বেশে

প্রথম আলো প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ২০:৪৩

কাল বিজয়া দশমী, শারদীয় দুর্গাপূজার শেষ দিন। লাল-সাদায় সেজে ওঠার দিন। লাল-সাদায় আনন্দ আর শ্রদ্ধা—দুটি অনুভূতিই প্রকাশ পাবে। তবে গরদ পরেই যে উৎসবের এই রং দুটি ফুটিয়ে তুলতে হবে, এমন নয়। প্রতিমা বিসর্জনের দিন এই দুটি রং নানা ধরনের পোশাকের ওপর ফুটে উঠতে পারে। অনেকে চাঁপা সাদা কিংবা গাঢ় লাল রংটি বেছে নেন। লিখেছেন রয়া মুনতাসীর


সব সময়ই আভিজাত্য প্রকাশ করে এসেছে সাদা। এই রঙের ওপর যে কোনো রংই স্বমহিমায় ফুটে ওঠে। আর লাল রং হলে সেটা যেন নিজে থেকেই মনে করিয়ে দেয় উৎসবের কথা। খাদি কাপড়ের ওপর ব্লক প্রিন্টে হাতা এবং কামিজের নিচের অংশে তুলে ধরা হয়েছে নকশা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও