![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-11%252Fc1b32e38-76f5-4ea4-879e-d98aedaf7e35%252Fdcdf99ae_03fa_41b9_9152_2265206e69d3.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
অশ্লীল ভাষায় হুমকি, জিডি করতে চান না চিত্রনায়িকা
প্রথম আলো
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ২০:৪১
চার দিন ধরে একাধিক মুঠোফোন নম্বর থেকে অশ্লীল ভাষায় হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ চিত্রনায়িকা অরুণা বিশ্বাসের। বিষয়টি নিয়ে তিনি রীতিমতো বিব্রত। কে বা কারা এর সঙ্গে জড়িত, কোনো কূলকিনারা না করতে পেরে গতকাল সোমবার দুপুরে ওই হুমকিদাতার ব্যবহার করা সবশেষ একটি মুঠোফোন নম্বর দিয়ে তাঁর ফেসবুকের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।
তাতে অরুণা লিখেছেন, ‘(উল্লেখিত নম্বর) এই নম্বর থেকে আমাকে প্রতিনিয়ত হুমকি ও অশ্লীল ভাষায় কথা বলা হচ্ছে। ট্রু কলারে নাম দেখা যাচ্ছে মণি।’