একটা সময় কাউকে কেয়ার করতাম না : শবনম ফারিয়া
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ১৯:৩৪
একটা সময় কাউকে কেয়ার করতেন না শবনম ফারিয়া, তবে সময়ের বহমান ধারায় অনেক কিছুই বদলে গেছে বলে জানালেন দেবীখ্যাত অভিনেত্রী। নিজের ফেসবুকে হ্যান্ডেলে ফারিয়া লিখেছেন, ‘একটা সময় ছিল, আমি কাউকে কেয়ার করতাম না, কে কী বলল আমাকে নিয়ে, কে কী ভাবল তাতে কিছুই আসত যেত না আমার। ’ তিনি বলেন, ‘এইটা কিন্তু খুব বেশি দিন আগেরও কথা না। যা মাথায় আসত লিখে ফেলতাম।
বলে ফেলতাম! আসলে তখন ভেতরে আমি অনেক হালকা ফিল করতাম। বুকের ভেতর পাথর নিয়ে ঘুরে বেড়ানোর অনুভূতি ছিল না।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে