কাউকে অসম্মান করে সমাজ পরিবর্তন হয় না
ভারতীয় উপমহাদেশের শিক্ষিত মধ্যবিত্তরা কয়েক শতক ধরে শিকল ভাঙার জন্য একদম উদ্গ্রীব হয়ে আছেন। এই শিকল ভাঙতে গিয়ে এমন কিছু করা ঠিক হবে না,যা অন্যদের অসম্মানিত করে। কুরুচিপূর্ণ কার্টুন এঁকে তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে শিকল ভাঙা কতটা সহজ হবে, তা ভাবার সময় এসেছে। কারও মানসিকতায় পরিবর্তন আনার জন্য উগ্র ও ফ্যাসিবাদীপ্রবণতা সুফল দেয় বলে মনে হয় না।
আমাদের শিকল ভাঙার সমাজতত্ত্ব সম্পর্কে ধারণা খুবই কম। প্রায় আট যুগ আগে কবি কাজী নজরুল ইসলাম হুগলি জেলে বসে গেয়ে উঠেছিলেন ‘এই শিকল-পরা ছল মোদের এ শিকল-পরা ছল। এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল…’। ‘শিকল-পরা ছল’ বলতে, কবি প্রকৃতপক্ষে ভারতীয় স্বাধীনতাকামীদের স্বাধীনতা অর্জনে কারাবরণ করে শিকল পরার ভীতি দূর করাকে বোঝাতে চেয়েছেন।
- ট্যাগ:
- মতামত
- বিজ্ঞানমনস্ক
- অসম্মান
- ফ্যাসিবাদী