বাড়িতে চুলের স্পা করবেন কীভাবে

সমকাল প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ১৩:৩৯

গরমে, ঘামে, দূষণে আবার এসিতে থাকার কারণে অনেকেরই চুল রুক্ষ আর নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে চুলের উজ্জ্বলতা ফেরাতে মাথার ত্বকের ধরন বুঝে বাড়িতেই চুলের স্পা করতে পারেন।


যেভাবে করবেন হেয়ার স্পা-


নারকেলের দুধ : চুলের যত্নে নারকেল তেলের ভূমিকা সম্পর্কে মোটামুটি সকলেই জানেন। কিন্তু নারকেলের দুধও যে চুলের জন্য সমান উপকারী, তা হয়তো অনেকেরই জানা নেই।  মাথার ত্বক থেকে চুলের দৈর্ঘ্য পর্যন্ত ১৫-২০ মিনিট মেখে রাখুন নারকেলের ঘন দুধ। গরম পানিতে একটি তোয়ালে ভিজিয়ে ভাল করে নিংড়ে নিন। তার পর সেই তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন দশ মিনিট। কিছু ক্ষণ পর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন এই ঘরোয়া স্পা করলে রুক্ষ, শুষ্ক চুল ঝলমলে হয়ে উঠবে।


ডিমের মাস্ক: ডিমের সঙ্গে মেশান মধু এব‌ং অলিভ অয়েল। ভাল করে মিশিয়ে পুরো চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। প্রথমে হালকা গরম পানি দিয়ে চুল ভাল করে ধুয়ে ফেলুন। শেষ বার হালকা কোনও শ্যাম্পু দিন চুলে।


গ্রিন টি মাস্ক : মাথার ত্বকে ধুলো-ময়লা জমলেও অনেক সময়ে চুল পড়ে। এক কাপ পানিতে দু’চামচ গ্রিন টি ভাল করে ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে মাথার ত্বকে মেখে রেখে দিন মিনিট দশেক। চাইলে সে দিন পানি দিয়ে মাথা ধুয়ে ফেলতেই পারেন, কিন্তু শ্যাম্পু করবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও