আগামী বছরের শেষ নাগাদ পরিস্থিতি প্রতিকূলে থাকবে

বণিক বার্তা প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ০৯:২৬

২০২৩ সালের শেষ নাগাদ সেমিকন্ডাক্টর বা চিপের বাজার প্রতিকূলে থাকবে বলে জানিয়েছেন গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান স্টেলান্টিসের প্রধান কার্লোস তাভারেস। ফরাসি সংবাদপত্র লে পারিসিয়েনের কাছে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা জানান। খবর রয়টার্স।


তাভারেস বলেন, ২০২৩ সালের শেষ নাগাদ পরিস্থিতি অস্থিতিশীল থাকবে। এরপর চিপ সংকটাবস্থার একটু উন্নতি হতে পারে। তিনি আরো বলেন, আমাদের সঙ্গে ব্যবসা করার জন্য সেমিকন্ডাক্টর উৎপাদনকারীরা পুনরায় আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে তারা এখন পণ্যের দাম বাড়াচ্ছে।


কয়েক বছর ধরে সেমিকন্ডাক্টর চিপের সংকট বিশ্বের শীর্ষ গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে লাখ লাখ ইউনিট উৎপাদন স্থগিতের সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করেছে। কভিড-১৯ মহামারীর প্রভাব এ সংকট আরো বাড়িয়ে দিয়েছে। সংকট কমতে শুরু করলেও গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বড় পরিসরে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও