You have reached your daily news limit

Please log in to continue


প্রসাধনীতে বিষাক্ত রাসায়নিক

পানি ও ঘাম রোধক প্রসাধনীতে থাকতে পারে ক্ষতিকর উপাদান।

প্রতিটি প্রসাধনীর উপকরণের তালিকায় অনেকগুলো রাসায়সিক উপাদানের নাম লেখা থাকে যা মিলিতভাবে ত্বককে মসৃণ, উজ্জ্বল ও লাবণ্যময় করে তোলে। তবে এই রাসায়নিক উপাদানগুলো আবার ত্বকের জন্য হতে পারে মারাত্মক হুমকিও।

‘এনভাইরোনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি লেটারস’য়ে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ২৩১টি মেইকআপ প্রসাধনী পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে ৫২ শতাংশে মেলে ‘পিএফএএস’য়ের অস্তিত্ব।

যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অফ নটরডেম’, ‘ইন্ডিয়ানা ইউনিভার্সিটি’, ‘হোপ কলেজ’, ‘গ্রিন সায়েন্স পলিসি ইন্সটিটিউট’ এবং কানাডার ‘ইউনিভার্সিটি অফ টরেন্টো’র করা এই গবেষণার ফলাফলে বলা হয়, ‘পিএফএএস’ হল কয়েকটি বিষাক্ত রাসায়নিক উপাদানের সমষ্টি যাকে ‘পলিফ্লুরোআলকাইল সাবস্ট্যান্স’ নামেও চেনা যায়। এদের মধ্যে কিছু প্রসাধনীর উপকরণের তালিকায় এই বিষাক্ত উপাদানের নাম লেখা না থাকলেও ভেতরে অস্তিত্ব আছে ঠিকই।

বিষাক্ত এই উপাদান ‘টেফলন’ এবং ‘স্টেইন রেজিস্ট্যান্ড কোটিং’য়ে বহুলভাবে ব্যবহার হয়। গবেষকরা দেখেছেন, এই উপাদান প্রসাধনীতে শুধু বহুল ব্যবহৃতই নয় বরং একে বলা হয় ‘ফরএভার কেমিকাল’।

অর্থাৎ এই উপাদানযুক্ত প্রসাধনী মুখ থেকে ধুয়ে ফেলার পর তা ওই পানি এবং মাটির ওপরেও ক্ষতিকর প্রভাব ফেলতে সক্ষম।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন