প্রবাসী আয় ও রপ্তানি : দুই খাতে আয় একসঙ্গে কমল
দেশের বৈদেশিক মুদ্রার মজুত যখন কমতির দিকে, তখন একসঙ্গে কমল রপ্তানি ও প্রবাসী আয়। বৈদেশিক মুদ্রার দুটি প্রধান উৎস থেকে আয় কমে যাওয়া নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে।
বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল রোববার প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানির হিসাব প্রকাশ করে। এতে দেখা যায়, গত মাস, অর্থাৎ সেপ্টেম্বরে যে পরিমাণ প্রবাসী আয় এসেছে, তা বিগত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এই আয় আগের মাসের (আগস্ট) তুলনায় ২৪ শতাংশ কমেছে। গত বছরের একই মাসের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, কমার হার প্রায় সাড়ে ১০ শতাংশ।
সেপ্টেম্বরে গত বছরের একই সময়ের তুলনায় পণ্য রপ্তানি আয় কমেছে ৬ দশমিক ২৫ শতাংশ। টানা ১৩ মাস বাড়তির ধারায় থাকার পর রপ্তানি আয় কমল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইউরোপে উচ্চ মূল্যস্ফীতির কারণে সেখানে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এতে প্রবাসীরা কম পরিমাণ অর্থ দেশে পাঠাতে পারছেন। একই কারণে কমেছে পণ্য রপ্তানির ক্রয়াদেশ (অর্ডার)। আবার দেশে গ্যাস ও বিদ্যুৎ–সংকটেও কারখানায় উৎপাদন কমেছে।
প্রবাসী আয় ও রপ্তানি আয়ে ডলারের দুই ধরনের দাম বেঁধে দেওয়ার কারণেও প্রবাসী আয় আসার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন কেউ কেউ।
বিজ্ঞাপন