পানিতে থাকা গাছে কোন সার দেবেন?
পানিতে থাকা গাছ তুলনামূলক ধীরে বাড়ে। তাই নির্দিষ্ট সময় পরপর সারের ব্যবস্থা করা ভীষণ প্রয়োজন। ডিমের খোসা, কলার খোসা কিংবা চায়ের পাতা সার হিসেবে মিশিয়ে দিতে পারেন পানিতে।
ডিমের খোসা
ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়াম, নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম। এসব উপাদান গাছের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করে। ৫/৬টি ডিমের খোসা চূর্ণ করে আধা লিটার পানিতে ডুবিয়ে রাখুন। ৪ থেকে ৫ দিন এভাবে রেখে দিন। এরপর ৫০ শতাংশ সাধারণ পানি ও ৫০ শতাংশ ডিমের খোসা ভেজানো পানি একসঙ্গে মিশিয়ে ঢেলে দিন গাছ রাখার পাত্রে।
কলার খোসা
কয়েকটি কলার খোসা কুচি করে আধা লিটার পানিতে ভিজিয়ে রাখুন এক সপ্তাহের জন্য। এরপর গাছ রাখার পাত্র থেকে অর্ধেক পানি ফেলে এই পানি মিশিয়ে দিন। পটাসিয়াম, নাইট্রোজেন ও ফসফরাস মিলবে এই সার থেকে।
চা পাতা
ব্যবহৃত চা পাতা পানিতে ভিজিয়ে রাখুন ২৪ ঘণ্টার জন্য। পানির রঙ বদলে গেলে খানিকটা পানি মিশিয়ে দিন মানিপ্ল্যান্টের পানিতে।
- ট্যাগ:
- লাইফ
- গাছের যত্ন