কাস্টমস কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ৩
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১৮:০৯
রাজধানীর মিরপুর টেকনিক্যাল মোড় এলাকা থেকে কাস্টমস কর্মকর্তা পরিচয় দেওয়া প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটনের মিরপুর মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে। রোববার (২ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন- শেখ হাবিবুল্লাহ, মো. রবিন খান ও মো. মাহাবুবুর রহমান। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।
গ্রেফতারের পরে ওই তিনজনের কাছ থেকে সহকারী রাজস্ব কর্মকর্তা পরিচয়ের দুটি আইডি কার্ড, কাস্টমসের লোগো সম্বলিত দুটি হাতাকাটা জ্যাকেট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগো সংবলিত একটি টিস্যুবক্স, একটি মেটাল ডিটেক্টরসহ বেশকিছু আলামত জব্দ করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রতারক চক্রের সদস্য আটক