‘ফাইনালে’ আজ মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড
কালের কণ্ঠ
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১৬:৪৮
ছয় ম্যাচ শেষে সিরিজে ৩-৩-এ সমতা। আজ সপ্তম ম্যাচ যারা জিতবে টি-টোয়েন্টি সিরিজও তাদের। পরশু ষষ্ঠ ম্যাচে বাবর আজমের রেকর্ড গড়া ৮৭ রানের হার না মানা ইনিংসে ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও ৮ উইকেটে হেরে যায় পাকিস্তান। সিরিজে সমতা বিরাজ করা আজকের ম্যাচটি রূপ নিয়েছে ফাইনালে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় লাহোরে শুরু হবে ম্যাচটি।
একনজরে দুদলের সম্ভাব্য একাদশ
পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, হায়দার আলী, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, আমির জামাল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
ইংল্যান্ড : ফিলিপ সল্ট, অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন ডাকেট, হ্যারি ব্রুক, মঈন আলী (অধিনায়ক), স্যাম ক্যারান, ডেভিড উইলি, আদিল রশিদ, রিসে টপলি, রিচার্ড গ্লিসন/মার্ক উড।