You have reached your daily news limit

Please log in to continue


ডেপ-হার্ডের সেই মামলা নিয়ে তথ্যচিত্র

অভিনেতা জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মানহানির মামলা এবং এর ঘটনাপ্রবাহ নিয়ে এনবিসি নিউজ নির্মাণ করেছে একটি তথ্যচিত্র।

মাস তিনেক আগে যুক্তরাষ্ট্রের আদালতে রায়ের পর ওই মামলা নিয়ে কমবেশি প্রায় সবই জানা হয়ে গেছে। তারপরও বিষয়টি নিয়ে দর্শকদের আগ্রহ কমছে না, শেষ হচ্ছে না বিতর্কও।

ভ্যারাইটি জানিয়েছে ‘আ ম্যারেজ অন ট্রায়াল: জনি ডেপ, অ্যাম্বার হার্ড অ্যান্ড ট্রুথ ইন দ্য এইজ অব সোশ্যাল মিডিয়া’ শিরোনামের তথ্যচিত্রটি এনবিসি নিউজের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘এনবিসিনিউজডটকম এবং পিকক স্ট্রিমিংয়ের প্রকাশ করা হবে।

৩০ মিনিট দৈর্ঘ্যের তথ্যচিত্রটি বানিয়েছে এনবিসি নিউজের ডিজিটাল ডক্স ইউনিট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন