‘এআই ডে’-তে টেসলার ‘অপটিমাস’ রোবট দেখালেন মাস্ক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১৬:০৭

বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলার তৈরি মানবাকৃতির রোবট ‘অপটিমাস’-এর প্রথম প্রোটোটাইপ দেখিয়েছেন কোম্পানির কাণ্ডারী ইলন মাস্ক। কথা বলতে না পারলেও, দর্শকদের উদ্দেশ্যে হাঁটু তুলে ও হাত নেড়ে ইশারা করেছে এই যন্ত্রমানব।


৩০ সেপ্টেম্বর সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত টেসলার ‘এআই ডে’-তে মাস্ক জানিয়েছেন, অপটিমাসের নকশা ও নির্মাণকাজ এখনও প্রাথমিক পর্যায়ে আছে, ভোক্তাপণ্য হিসেবে বাজারে রোবটটির অভিষেক হতে সময় লাগবে আরও কয়েক বছর।


গাড়ির নির্মাণ কারখানায় ব্যবহার করে অপটিমাসের কার্যক্ষমতা পরীক্ষা করে দেখার কথা জানিয়েছেন টেসলার প্রকৌশলীরা।


মঞ্চে অপটিমাসের প্রোটোটাইপ দেখানোর পাশাপাশি একটি ভিডিও দেখিয়েছে টেসলা; এতে গাছে পানি দেওয়া, বাকসো বয়ে নেওয়া আর ভারি ধাতব বস্তু বহন করতে দেখা গেছে রোবটটিকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও