পরীক্ষামূলকভাবে টুইটারে এডিট বাটন চালু
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১৩:১৫
অবশেষে বহুল প্রতীক্ষিত ‘এডিট বাটন’ চালু করল সামাজিক যোগাযোগমধ্যম টুইটার। তবে আপাতত পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই সুবিধা। নতুন ফিচারের মাধ্যমে টুইট পোস্ট করার ৩০ মিনিটের মধ্যে এটি সংশোধনের সুযোগ পাবেন ব্যবহারকারী।
টুইটার ব্লূ নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টুইটে জানানো হয়, ‘এডিট বাটন কাজ করে কি না, তা নিশ্চিত করার একটি পরীক্ষা এটি।’ কিছুক্ষণ পরেই ওই টুইট এডিট করে আরও একটি বাক্য যোগ করা হয়। লেখা হয়, ‘পরীক্ষার ফলাফল শিগগিরই জানাব আপনাদের।’
তবে এই নতুন ফিচারের সুবিধা আপাতত কেবল টুইটার ব্লু গ্রাহকেরা পাবেন। সাধারণ ব্যবহারকারীরা এডিট করা টুইট চিহ্নিত করতে পারবেন একটি ‘লাস্ট এডিটেড’ নামে থাকা লেবেলের মাধ্যমে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- এডিট
- নতুন ফিচার
- টুইটার