নভেম্বরে যুগপৎ আন্দোলনের রূপরেখা বিএনপির
নভেম্বরেই যুগপৎ আন্দোলনের রূপরেখা দিতে চায় বিএনপি। এজন্য দ্বিতীয় দফায় আবারও সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে দলটি। গুলশান কার্যালয়ে আজ প্রথম দল হিসাবে বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপ করবে। পর্যায়ক্রমে সরকারবিরোধী সব দলের সঙ্গে বসবে। প্রথম দফার সংলাপে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব, আন্দোলনের বিষয়ে করণীয়, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিববর্তন, খালেদা জিয়ার মুক্তিসহ নানা ইস্যুতে একমত হতেই দলটি এ সংলাপ করছে। বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য।
বিএনপির একাধিক নীতিনির্ধারক যুগান্তরকে জানান, চলতি মাসেই দ্বিতীয় দফার সংলাপ শেষ করা হবে। প্রথম দফার সংলাপ অনেক দলের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে করা হয়েছে। কিন্তু এবার সব দলের সঙ্গে সংলাপ হবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। কল্যাণ পার্টির পর ৩ অক্টোবর জাতীয় পার্টি (কাজী জাফর), ৪ অক্টোবর এলডিপির সঙ্গে সংলাপের কথা রয়েছে। মূলত যুগপৎ আন্দোলনের জন্য বিএনপি কিছু দাবি চূড়ান্ত করেছে। এসব দাবি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে উপস্থাপন করা হবে। আশা করছি, তারা বিএনপির দাবির সঙ্গে একমত হবেন। আর না হলে সংযোজন-বিয়োজন করে তাদের কিছু দাবি যোগ করে তা চূড়ান্ত করা হবে। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো একই দাবিতে যুগপৎ আন্দোলনে নামবে-সে চেষ্টা করা হচ্ছে। বিএনপির বিভাগীয় সমাবেশ শেষে জানুয়ারিতেই সব দলের যুগপৎ আন্দোলনে নামার পরিকল্পনা রয়েছে। সে লক্ষেই বিএনপি কাজ করছে।
প্রথম দফায় ২২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে বিএনপি। ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে প্রথম দফার সংলাপ শুরু করে বিএনপি। যা ৩ আগস্ট গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠকের মাধ্যমে শেষ করে। ২২টি দলের মধ্যে আরও ছিল-বাংলাদেশ লেবার পার্টি, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, মুসলিম লীগ, জাতীয় পার্টি (কাজী জাফর), জাগপা, ন্যাশনাল পার্টি-ন্যাপ (ভাসানী) এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি, সাম্যবাদী দল, ডেমোক্রেটিক লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), ইসলামী ঐক্যজোট, ইসলামিক পার্টি, এনডিপি, পিপলস লীগ, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ ন্যাপ ও গণফোরাম (মন্টু)।