বিক্রি বেড়েছে, খুশি ব্যবসায়ীরা

প্রথম আলো প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১২:৪২

এবার দুর্গাপূজায় গত বছরের চেয়ে ভালো বিক্রি হয়েছে। আর তাতে খুশি ব্যবসায়ীরা। গতকাল শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজা শুরু হলেও এদিন রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে শেষ মুহূর্তের বিক্রি ছিল জমজমাট। ব্যবসায়ী বলছেন, করোনার ধাক্কা কাটিয়ে গত বছর দুর্গাপূজায় ব্যবসা কিছুটা জমেছিল। এবার সেই গতি আরও বেড়েছে।


ব্যবসায়ীরা জানান, পূজাকে কেন্দ্র করে এবার ব্যবসায়ীদের প্রস্তুতি ছিল ভালো। নতুন নতুন নকশার কাপড়চোপড় তুলেছে ব্র্যান্ডগুলো। ক্রেতা টানতে ছিল বিশেষ মূল্যছাড়। এতে গত বছরের তুলনায় ১৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বিক্রি বেড়েছে পোশাকের ব্র্যান্ডগুলোর।


বড় ব্র্যান্ড ছাড়া ছোটরা কমবেশি ভালো ব্যবসা করেছেন বলে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়। কারও কারও বিক্রি গত কয়েক বছরের বিক্রিকে ছাড়িয়ে গেছে। তাতে পূজাকেন্দ্রিক ব্যবসা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও